HighlightNewsদেশ

‘২০১৯-এর ভোট হয় সেনার লাশের বিনিময়ে’ পুলওয়ামা প্রসঙ্গে আবারও মোদীর বিরুদ্ধে সরব সত্যপাল

টিডিএন বাংলা ডেস্ক: ‘২০১৯-এর লোকসভা ভোট সেনার লাশের বিনিময়ে হয়ে ছিল’ এমনই অভিযোগ তুলে পুলওয়ামা হত্যা কান্ড প্রসঙ্গে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন একাধিক রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করা এবং এক সময়ের বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সহ-সভাপতি সত্যপাল মালিক। যখন জম্মু-কাশ্মীরে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে জি-২০ বৈঠিক শুরু হয়েছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সত্যপালের এই বক্তব্য তাঁকে বিশাল অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে।

পূর্বেই পুলওয়ামায় সেনাদের শহিদ হওয়ার জন্য প্রশাসনকেই দায়ী করে ছিলেন জম্মু-কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক। আবারও সেই ঘটনা নিয়ে সরব হয়ে সত্যপাল দাবি করেছেন ‘২০১৯-এর ভোট হয় সেনার লাশের বিনিময়ে’। তিনি মনে করেন সেই ঘটনার সঠিক তদন্ত হলে পদত্যাগ করতে হত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে। তাছাড়াও অনেক পদস্থ অফিসারকে জেলে যেতে হত বলেও তিনি মনে করেন। তাঁর অভিযোগ সেদিন যদি ওই ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে রাস্তা যোগে না নিয়ে গিয়ে সেনাদের বিমান দেওয়া হত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।

Related Articles

Back to top button
error: