নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: করোনা আবহে ফের স্থগিত সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেশের মোট তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেই পুনরায় তারিখ দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে।