১৮-তে ভোট সম্ভব, বিয়ে নয় কেন? প্রশ্ন ওয়াইসির

টিডিএন বাংলা ডেস্ক : ১৮ বছরে কোনও মেয়ে দেশের প্রধানমন্ত্রীকে বেছে নিতে পারেন। তাহলে নিজের জীবনসঙ্গী কেন বাছতে পারবেন না? মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে ২১ করা নিয়ে এই ভাবেই কেন্দ্রকে বিঁধলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি কেন্দ্রের এই পদক্ষেপকে পুরুষতান্ত্রিক মানসিকতা বলে সমালোচনা করেছেন। তিনি মনে করেন, পুরুষদের বিয়ের বয়স যেহেতু আগে থেকেই ২১ বছর ছিল, সেইজন্য মেয়েদের ক্ষেত্রে তা ২১ করা হলো। এর পরিবর্তে উল্টোটাও তো হতে পারতো। ছেলেদের বিয়ের বয়স কমিয়ে ১৮ বছর করে দেওয়া উচিত ছিল। নারী ক্ষমতায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন ওয়াইসি। তিনি বলেন, সরকার একদিকে মেয়েদের বিয়ের বয়স বাড়াচ্ছে। অথচ এই সরকারই বাল্যবিবাহ রোধে একেবারে ব্যর্থ। দেশের নানা প্রান্তে এখনও বাল্যবিবাহের ঘটনা ঘটে। সরকারি হিসেবে বলছে, ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এমন নজির দেশজুড়ে ১০ লক্ষের বেশি।

উল্লেখ্য, সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা সঈদ তুফায়েল হাসান বলেছিলেন, “কোনও মেয়ে যদি ১৬ বছরে সন্তান ধারণে সক্ষম হয়, তাহলে সেই বয়সেই তার বিয়ে হওয়া উচিত।” এবার সেই একই সুর শোনা গেল ওয়াইসির গলায়।