HighlightNewsদেশ

সংবাদপত্রে অমিত শাহের সমালোচনা করায়, সিপিএম সাংসদকে শোকজ করলেন উপরাষ্ট্রপতি ধনকড়

টিডিএন বাংলা ডেস্ক: সংবাদপত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সমালোচনা করায়, কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাসকে শোকজ নোটিস পাঠাল রাজ্যসভার সেক্রেটারিয়েট। অভিযোগ, সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন জন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে চিঠি লিখে এই অভিযোগ করেন এক গেরুয়া নেতা। এরপরেই উপরাষ্ট্রপতির অফিসের তরফে শোকজ নোটিস পাঠানো হয় বাম সাংসদকে। ইতিমধ্যেই ধনকড়ের সঙ্গে দেখা করে শোকজের উত্তর দিয়েছেন জন। তিনি জানিয়েছেন, কেরল সম্পর্কে কথা উঠলে জবাব দেবই আমি।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংবাদমাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন লিখেছিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন। কেরল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পি সুধীর অভিযোগ করেন, বাম সাংসদের প্রতিবেদনের এক জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়েছিল। কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ভাষায় আক্রমণ করা হবে? প্রশ্ন তুলে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি লেখেন সুধীর। এর পরেই, বাম সাংসদকে শোকজ নোটিস পাঠানো হয়। ওই প্রতিবেদনে তাঁর করা মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।

Related Articles

Back to top button
error: