ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধকে গণহত্যা বলে মনে হচ্ছে : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ছবি সৌজন্যে ভ্লাদিমির পুতিনের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমান্ত সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন ও রাশিয়া একে অপরকে সমালোচনা এবং হুমকি দিয়ে যাচ্ছে। ইউক্রেনকে নিয়ে ইউরোপের পরিস্থিতিও প্রতিনিয়ত কঠোর হয়ে উঠছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেন, “ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধকে গণহত্যা বলে মনে হচ্ছে।” পুতিন আরও বলেন, “ডনবাসে কী হচ্ছে তা আমরা দেখছি এবং জানি। এটা অবশ্যই গণহত্যা বলে মনে হচ্ছে।” খবরে প্রকাশ, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস এলাকায় বিদ্রোহীরা বহু দিন থেকে ইউক্রেন সরকারের সঙ্গে যুদ্ধ করছেন। ইউক্রেন সরকারের অভিযোগ রাশিয়া বরাবর তাদের সমর্থন করে আসছে। সেই এলাকায় আবারও বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সরকারের সংঘাত শুরু হয়েছে। রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন মনে করে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করছে। ইতিপূর্বে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের যুদ্ধজাহাজ ডোনবাস কের্চ প্রণালি অভিমুখে যাত্রা করেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়া এই সময় যুদ্ধজাহাজটিকে গতিপথ পরিবর্তন করতে বললেও তারা সেই নির্দেশ উপক্ষা করে যাত্রা অব্যাহত রাখে।