HighlightNewsদেশ

নার্সিং পড়ুয়াদের উপর চুরির সন্দেহে জামাকাপড় খুলিয়ে চেকিং করলেন ওয়ার্ডেন! জিরো এফআইআর দায়ের করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির অহিল্যা বাই নার্সিং কলেজের ওয়ার্ডেন চুরির সন্দেহে দুই ছাত্রীর পোশাক খুলিয়ে চেকিং করান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ভুক্তভোগী ছাত্রীরা পুলিশকে ফোন করে বিষয়টি জানালে অবিলম্বে পদক্ষেপ নেয় পুলিশ। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি জিরো এফআইআর দায়ের করা হয়, যা পরে তিলক মার্গ পুলিশের কাছে পাঠানো হবে।

অন্যদিকে, এই বিষয়ে তদন্ত করতে কলেজের অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ওয়ার্ডেনকে হস্টেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এলএনজেপি হাসপাতালের অহিল্যাবাই কলেজ অফ নার্সিং-এর বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের ছাত্রীরা ওয়ার্ডেনদের সঙ্গে মান্ডি হাউসে একটি অনুষ্ঠানে যান। এখানে ওয়ার্ডেন লক্ষ্য করেন যে তাঁর ব্যাগ থেকে আট হাজার টাকা নেই। তিনি দুই ছাত্রীকে চোর হিসেবে সন্দেহ করেন। ওই অনুষ্ঠান থেকে ফিরে ওয়ার্ডেন অন্যান্য ছাত্রীদের সহায়তায় দুই ছাত্রীর জামাকাপড় তল্লাশি করলেও তাদের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর ১টার দিকে ছাত্রীদের হয়রানি ও বিবস্ত্র করার ঘটনা সম্পর্কিত একটি পিসিআর কল পুলিশের কাছে পৌঁছায়, যার পরে পুলিশ জিরো এফআইআর নথিভুক্ত করে।

Related Articles

Back to top button
error: