HighlightNewsরাজ্য

আজ ও কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সর্তকতা

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। আজ ও আগামিকাল আরও বাড়বে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সর্তকতা জারি করা হয়েছে। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে দুর্যোগের সম্ভাবনা না থাকলেও, আজ ও কাল বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি করেছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিহার ও সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের উপরে অবস্থান করা নিম্নচাপ আরও পূর্বদিকে অর্থাৎ পূর্ব-বিহার এবং উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার সেটি আরও উত্তরবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। এরফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এই জায়গাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের কয়েকটি জায়গায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এইসব জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলি বানভাসি পরিস্থিতি তৈরি হলে দক্ষিণবঙ্গের চিন্তা আরও বাড়বে বলে মনে করছে নবান্ন।

Related Articles

Back to top button
error: