দেশ

ভিন রাজ্যে চিকিৎসাধীন মুমূর্ষকে রক্ত দিল বাংলার দুই রক্তযোদ্ধা ওয়াসিম সাহিদুল

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: ভেলোরের সিএমসি হাসপাতালের সামনের রাস্তায় বসে কাঁদছিলেন এক মা। ওই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার পলতায়। তার মেয়ে বছর চোদ্দোর নাসরিন খাতুন শিরদাঁড়ার সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি। অপারেশনের কথা জানায় ডাক্তার। দরকার পড়ে দুই ইউনিট রক্ত। কিন্তু রক্তের অভাবে আটকে যায় অপারেশন। মেয়েকে নিয়ে তিনি একাই আছেন সেখানে। কিন্তু সেখানকার ভাষা বোঝেন না। কোথায় যাবেন কাকে বলবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি।

শনিবার তাকে ওই অবস্থায় তাকে দেখতে পান নদিয়ার পলাশীপাড়ার বড় নলদার বাসিন্দা ওয়াসিম ফিরোজ ও সাহিদুল সেখ নামের দুই রক্তযোদ্ধা। তারা সম্পর্কে কাকা-ভাইপো। সেখানে তারাও পরিবার নিয়ে গেছেন চিকিৎসার জন্য। সব শুনে নিজেরাই রক্ত দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ওই মহিলা কে। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। শনিবার রক্ত দেন তারা। জানা গেছে, রাতেই অপারেশন হবার কথা।

ওয়াসিম ফিরোজ ও সাহিদুল সেখ
রাজ‍্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সক্রিয় সদস্য। যারা বিভিন্ন সময় মুমূর্ষ রোগীদের রক্তের যোগান দিয়ে থাকেন। ওই কাকা-ভাইপো বলছেন, আগেও আমরা সাত বার রক্ত দিয়েছি। ভিন রাজ্যে এসেও এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

Related Articles

Back to top button
error: