টিডিএন বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী ‘আইএলপি’ বা উত্তর পূর্বাঞ্চলের ইনার লাইন পারমিট আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের শরনাপন্ন হল ‘আমরা বাঙালী’ নামের একটি সংগঠন। এই দাবিতে ‘আমরা বাঙালী’র অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ একটি প্রেস বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন, ১৮৭৩-এর মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের উপনিবেশিক স্বার্থে আই এল পি চালু করেছিল। উত্তর পূর্ব ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অসম প্রদেশের লুসাই হিল (বর্তমান মিজোরাম) নাগা হিলস, অরুণাচল ইত্যাদি অঞ্চলে যাওয়া আসার ব্যাপারে আই এল পি চালু করেছিল। ১৪০ বছরের সাম্রাজ্যবাদীদের তৈরী একটি আইন স্বাধীনতার ৭৫ বছর পর এটাকে মনিপুর রাজ্যে ২০১৯ সালে সম্প্রসারিত করে পার্শ্ববর্তী অসম রাজ্যের কাছাড় জেলার নাগরিকদের চরম দুর্ভোগের মধ্যে ফেলা হয়েছে। তাই এই উপনিবেশিক আইন স্বাধীন ভারতে চলতে পারে না। এটি ভারতীয় জাতীয়তাবাদ, দেশের অখন্ড চেতনার পরিপন্থী বলে মনে করে “আমরা বাঙালী” দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বকুল চন্দ্র রায় ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। এই মামলা গত ৩ রা জানুয়ারি ২০২২ তারিখে সুপ্রিম কোর্টে শুনানীর পর মুনিপুর সরকার ও কেন্দ্রীয় সরকারের উপর চার সপ্তাহ সময় সীমা দিয়ে নোটিশ জবাব চাওয়া হয়েছে।
এই মামলার ‘আমরা বাঙালী’-এর পক্ষের আইনজীবী হলেন, ফুজায়ল আহমেদ আয়ুরী। এছাড়াও সুপ্রিমকোর্টের বরিষ্ঠ আইনজীবী, সালমান কুরশীদ ও ডঃ মীনাক্ষী গুরুস্বামীও থাকছেন। তৎকালীন মণিপুরের রাজা গম্ভীর সিং এর সঙ্গে ব্রিটিশ শাসক গোষ্ঠীর ১৮৩৫ সালে জিরিট্রিটি (জিরি চুক্তি) হয়েছিল। জিরি চুক্তি থাকা সত্ত্বেও যুক্তিহীন ভাবে মণিপুরের কিছু সংগঠন বিভিন্নভাবে মণিপুরে বসবাসকারী বাঙালীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয় নিয়ে সি আই এল পি মণিপুর রাজ্যের পরিস্থিতি সরগরম করে তুলেছে। সাধন পুরকায়স্থ আরও বলেন, আমরা বাঙালী দলের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়ের কুশপুতুল দাহ করা হয়েছে। আমরা বাঙালী দলের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে তার তীব্র ধিক্কার জানাই। দেশের সাংবিধানিক ব্যবস্থার উপর আস্থা রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
আমরা বাঙালী মনে করে, মনিপুর রাজ্য সংলগ্ন অসমের কাছাড় জেলার শুধু বাঙালী নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের দুইশত বছর ধরে ব্যবসা বানিজ্য সূত্রে যাওয়া আসার ক্ষেত্রে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সূত্র- আপনজন পত্রিকা