দেশ

আমরা জি-২৩, জি হুজুর-২৩ নয়!ফের বিস্ফোরক সিব্বল! সমালোচনা প্রণবকন্যার

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাব নিয়ে ল্যাজেগোবরে হাল কংগ্রেসের। এরমধ্যে ছড়িয়েছে অমরিন্দরের দল বদলের জল্পনা। ঠিক তখন গান্ধি পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কপিল সিব্বল। বুধবার সাংবাদিক সম্মেলনে সরাসরি বোমা ফাটান বর্ষিয়ান আইনজীবী।

পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতার জন্য নাম না করে সোনিয়া গান্ধি-রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিদের কাঠগড়ায় তুলেছেন তিনি। সেই সঙ্গে দলের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সোনিয়াকে প্রশ্ন, ‘দলের কোনও নির্বাচিত সভাপতি নেই। প্রশ্ন হল, কে সিদ্ধান্ত নিচ্ছেন?’ এখানেই থামেননি তিনি। সিব্বল বলেন, ”আমরা জি-২৩। জি-হুজুর-২৩ নই। আমরা ইস্যু তুলে ধরবই। কেন সবাই দল ছাড়ছেন? এটা কি আমাদেরই ভুল? হতে পারে। আমরা দেখব। অবিলম্বে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা উচিৎ। পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদদের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। কংগ্রেসের পরিহাসের বিষয় হল, যাঁরা ওঁদের (গান্ধি) কাছের, তাঁরা চলে গেলেন। যাঁরা নিজেদের ওঁদের কাছের বলে ভাবেন না, তাঁরা থেকে গেলেন! কংগ্রেসই একমাত্র দেশটাকে বাঁচাতে পারে।”

সিব্বলের এই বক্তব্যের পর একহাত নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি বলেন, ২০১৫ সাল থেকে দিল্লির কংগ্রেসি রাজনীতিতে আমি সক্রিয়। কিন্তু এই কতগুলো বছরে সিব্বলকে আমি সক্রিয় হতে দেখিনি। শুধু ১৯ এর ভোটের সময় প্রার্থী হওয়ার জন্য সক্রিয় হয়েছিলেন তিনি। আম আদমি পার্টির সঙ্গে জোট হলে তবেই প্রার্থী হতে রাজি হয়েছিলেন তিনি।”

Related Articles

Back to top button
error: