জেল, জুলুম ও নির্যাতনের মাধ্যমে আমাদের ভয় দেখানো যাবেনা, হুংকার আলিয়ার ছাত্র-ছাত্রীদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : ‘পুলিশের লাঠিচার্জ, নির্মম নির্যাতন ও গ্ৰফতারের মাধ্যমে আমাদের এই ছাত্র আন্দোলনকে থামানো যাবেনা, বরং এই ধরনের পুলিশি হেনস্থার কারণে আমরা আরো অনুপ্রাণিত হয়েছি। আমাদের আন্দোলন আরও বৃহত্তর গণ আন্দোলনে রুপ নেবে’ ঠিক এমনই ভাষায় রাজ‍্য সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে হুংকার দিলেন গ্রেফতার হওয়া এক শিক্ষার্থী। পশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন, দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের জন্যও তারা প্রস্তুত আছেন। এমনকি জেল, জুলুম ও নির্যাতনের মাধ্যমে আমাদের ভয় দেখানো যাবেনা বলেও হুংকার দিতে দেখা যায় আলিয়ার ছাত্র-ছাত্রীদের।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদেরই সহপাঠী প্রাক্তন ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে মহাকরণ অভিযানের ডাক দেয়। কিন্তু গন্তব্য স্থলে পৌঁছনোর আগেই পুলিশ তাদের পথ আটকায়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিক্ষোভ মিছিলে পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করে ও তাদের প্রায় ৬০জন সহপাঠীকে গ্ৰফতার করে। এরই প্রতিবাদে আজ বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক‍্যাম্পাসে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধন থেকে ছাত্র-ছাত্রীদের উপর নির্মম লাঠিচার্জ ও গ্ৰফতারের নিন্দা জানান হয়। তারা দাবি করেন, ছাত্র-ছাত্রীদের উপর নির্মম লাঠিচার্জ বা গ্ৰফতারের মাধ‍্যমে তাদের আওয়াজ বন্ধ করা যাবে না।