মুসলিম সন্তানদের ডাক্তার বানাতে চাই, বললেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

ছবি সৌজন্যে: হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পেজ

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে একটি বিশেষ বার্তায় “মুসলিম সন্তানদের ডাক্তার বানাতে চাই” বলে মন্তব্য করলেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে আসামের রাজনৈতিক মহলে। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে বিজেপির অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেন, “আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাঁদের বলি আমি আপনাদের সন্তানকে মোল্লা নয়, চিকিৎসক তৈরি করতে চাই, তাহলে তাঁরা নিশ্চয়ই খুশি হবেন।” যদিও বিরোধী রাজনৈতিক দল এবং মুসলিম সংগঠনগুলি এর আগে বারবার অভিযোগ করে আসছিলেন যে, অসমের মুখ্যমন্ত্রী চাইছেন না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু থাকুক। যদিও সাক্ষাৎকারে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি হিমন্ত। তিনি সংখ্যালঘুদের উন্নত শিক্ষাদানের পক্ষেই সওয়াল করেছেন। এর পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে যে সরব হবেন তিনি, সেকথা ফের জানিয়েছেন হিমন্ত। তিনি আরও বলেন, “বিহার, উত্তরপ্রদেশে ধর্মীয় বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু অসমের মতো রাজ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসমে উদ্বাস্তুরা স্থানীয় মুসলিমদেরও অধিকার কেড়ে নিয়েছেন। আফগানিস্তানের যা হল তাতে আশা করি আর কেউই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করবেন না।”