HighlightNewsরাজ্য

চোখে চোখ রেখে লড়াই হবে, জেলে ভরে আমাকে থামানো যাবে না, জেল থেকে মুক্তি পেয়ে বললেন নওশাদ

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: “চোখে চোখ রেখে লড়াই হবে, কেউ যদি মনে করে জেলে ভরে আমাকে ভয় দেখাবে তারা ভুল ভাবছে। এই ভাবে আমাকে থামানো যাবে না” প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। গত বৃহস্পতিবার হাইকোর্টে জামিন পান নওশাদ সিদ্দিকী সহ গ্রেফতার হওয়া আইএসএফের অন্যান্য নেতাকর্মীরা। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে গতকাল তিনি জেল থেকে মুক্তি পাননি। অতঃপর আজ শনিবার সাড়ে দশটা নাগাদ তিনি প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পান।

এদিন তাকে বরণ করে নিতে সেখানে উপস্থিত হন আইএসএফের কয়েকশো কর্মী সমর্থকেরা। তারা ফুলের মালা পড়িয়ে, পুস্প স্তবক দিয়ে, ফুলের পাপড়ি ছড়িয়ে সম্ভাষণ জানান তাদের নেতাকে। তাদের সেই উদগ্রীব হয়ে অপেক্ষার প্রহর গোনা, উচ্ছ্বাসে ভেসে যাওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মত। প্রেসিডেন্সি জেল থেকে তারা নওশাদ সিদ্দিকীকে নিয়ে মিছিল করে পৌঁছায় ধর্মতলা। এরপর সেখান থেকে অঙ্কুরহাটি হয়ে নওশাদ সিদ্দিকীর কনভয় এগিয়ে চলেছে ফুরফুরা শরিফের দিকে।

Related Articles

Back to top button
error: