টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের দ্বাদশ দিন। লাগাতার কনকনে ঠান্ডার মধ্যেই একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা।এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও কোন সমাধান সূত্র না পাওয়ার পর আগামীকাল দেশজুড়ে ভারত বন্ধের আহ্বান করেছেন আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই কৃষকদের এই ভারত বন্ধের আহ্বানকে দেশের শীর্ষস্থানীয় এগারটি রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসও সমর্থন জানায়।
তবে, কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন করলেও রাজ্যে ভারত বন্ধের সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, জানিয়ে দিলেন বড়িষ্ঠ তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়। ভারত বনধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল সাংসদ সৌগত রায় এদিন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস আন্দোলনকারী কৃষকদের পাশে রয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে ভারত বনধের সমর্থন করবো না। এটা (বনধ) আমাদের নীতি বিরুদ্ধ।