নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, করিমপুর: গ্যাস, পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল নদিয়ার করিমপুরেও।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে করিমপুরে পথে নেমে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টি।
গ্যাস, পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার করিমপুর বাসস্টান্ডে একটি পথসভা ও মানব বন্ধনের আয়োজন করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সাদা কাফনে গ্যাস সিলিন্ডার বেঁধে ঘাড়ে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ করে দলটির কর্মীরা। সন্ধ্যায় বারবাকপুরেও প্রতিবাদ কর্মসূচি নেয় তারা।
পার্টির জেলা সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল দেশ ও জনবিরোধী মোদি সরকারকে এক হাত নিয়ে বলেন, ‘বাংলাদেশ, নেপাল, ভুটানের মত ছোট ছোট দেশগুলিতে যদি পেট্রোপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে থাকে তাহলে ভারতের মত বৃহৎ জনসংখ্যার দেশে কেন সেই দাম আকাশছোঁয়া হবে? এই ইস্যুতে এ রাজ্য ওই রাজ্যকে দোষ দেওয়ার পরিবর্তে পেট্রোল, ডিজেলের উপর প্রদেয় করকে প্রত্যাহার করে আপামর ভারতবাসীকে স্বস্তির নিঃস্বাস দেওয়ার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি। করোনা মহামারিতে গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানায় তারা।
একই দাবিতে করিমপুর পুরাতন বাসস্ট্যান্ড ও মহিষবাথান বাজারে দুদিনের ধর্ণা কর্মসূচি পালন করে তৃণমূল। উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, করিমপুরের বিধায়ক বিমূলেন্দু সিংহরায়, করিমপুর-২ ব্লক সভাপতি রাজু মল্লিক সহ স্থানীয় নেতা কর্মীরা।