HighlightNewsরাজ্য

প্রতিষ্ঠা দিবসে সংখ্যালঘু ও পিছিয়ে পড়াদের একছাতার নীচে আনতে বিশেষ উদ্যোগ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আজ সোমবার ১৮এপ্রিল ১২তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সংখ্যালঘু, মূল নিবাসী ও পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করা সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলিকে একছাতার নীচে আনতে বিশেষ উদ্যোগ নিল ওয়েলফেয়ার পার্টি। সেই উপলক্ষে আজ ওয়েলফেয়ার পার্টির রাজ্য শাখার পক্ষ থেকে নিউটাউনে রাজ্য পার্টি অফিসে একটি ইফতার পার্টি, গেট টুগেদার ও বিশিষ্ট জনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্টানে উপস্থিত হয়ে রাজ্য সভাপতি শ্রী মনসা সেন বলেন, ‘বর্তমান দেশ ও রাজ্যের পরিস্থিতিতে পূঁথিগত রাজনীতি ছেড়ে মূল্যবোধের রাজনীতি করা দরকার। সমাজের অরাজকতাকে দূর করার জন্যই ওয়েলফেয়ার পার্টি বিগত ১১ বছর ধরে মূল্যবোধভিত্তিক রাজনীতিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আসছে।’ তিনি সমাজের পিছিয়ে পড়া সংখ্যালঘু ও শিক্ষিত মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহৃবান জানান। এছাড়া রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, “বিগত কয়েক দিনের ভিতরে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ, ঘুন বেড়েই চলেছে। তার জন্য রাজ্য তথা গোটা দেশের মানুষ হতাশ। এই হতাশা দূর করার জন্যই বিভেদের রাজনীতি ভুলে আমাদের মূল্যবোধের রাজনীতি করতে হবে।”

এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র ঘোষ দস্তিদার অভিযোগ করেন, আমরা একে অপরকে জানিনা, আর এর সুযোগ নিয়ে কিছু ব্যক্তি বা দল নিজেদের স্বার্থে বিভিন্ন জাতি-ধর্মের মধ্যে সংঘাত বাধিয়ে দেয়।’ তিনি আরও অভিযোগ করেন, ‘ভারতবর্ষ ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে।’ এরপরই তিনি বলেন, ‘পৃথিবীতে মাত্র দুইটি ধর্ম আছে। একটি হল জালিমের ধর্ম আর অপরটি হল মজলুমের ধর্ম। জালিমের বিরুদ্ধে যারাই এগিয়ে আসবে, আওয়াজ তুলবে তাদের সঙ্গেই আমি থাকবো।’

Related Articles

Back to top button
error: