নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হাজী আখতার হোসেন স্মরণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। বুধবার হাজী আক্তার হোসেন স্মরণে শহীদ দিবস পালন এবং মদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকে সাইকেল মিছিল ও বিডিওকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন পার্টির রাজ্য বিভাগীয় সম্পাদক আবু তাহের আনসারী, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সম্পাদক আসরাফ হোসেন, ব্লক যুগ্ম সম্পাদক ডাঃমজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে এদিনই জেলার সুতি-২ ব্লকেও বিডিওকে স্মারকলিপি প্রদান করে ওয়েলফেয়ার পার্টি। এদিন উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য হামিদ সেখ, ব্লক সম্পাদক মোঃআজিমুদ্দিন সেখ, জগতাই-২ অঞ্চল প্রেসিডেন্ট আবুবাক্কার সিদ্দিকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।