দেশ

টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে কৃষক আন্দোলনকে দমানোর অভিযোগ, মানববন্ধন করে প্রতিবাদ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে চলমান কৃষক আন্দোলনকে দমানোর অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে মানববন্ধন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। কোনোরকম শর্ত ছাড়াই কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলনকে সম্মান জানিয়ে তাদের সাথে আলোচনা বসার দাবি জানিয়ে রবিবার পার্টির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মানববন্ধন গড়ে তোলা হয়। এদিন ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বলা যায়, কৃষি আইন স্যঃ একাধিক দাবি নিয়ে এই তীব্র শীতে যখন আন্দোলন করছে ঠিক তখন সরকার অমানবিক ভাবে জলকামান ব্যবহার করে কৃষকদের উপর যেভাবে অত্যাচার করেছে। অবিলম্বে অন্নদাতা কৃষকদের কাছে ক্ষমা চাইতে হবে সরকারকে। এদিন ২৬ বছরের যুবক নবদীপ সিং যেভাবে জীবন বাজি রেখে জল কামানের সাপ্লাই লাইন খুলে দিয়ে আন্দোলনকারি কৃষকদের দিল্লী যাওয়ার পুলিশি বাধা কাটিয়ে সাহায্য করেছে, একইরকমভাবে অন্যায় অত্যাচার রুখতে যুব গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি ওই যুবকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে খুন, হিংসায় প্ররোচনা, দাঙ্গার মতো ধারায় কেস দেওয়ার তীব্র নিন্দা জানানো হয় পার্টির পক্ষ থেকে। মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা জেলা সভাপতি জালাল উদ্দীন আহমেদ, ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফর, রাজ্য মহিলা সভানেত্রী রোহিনা খাতুন, পার্টির রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য আবু জাফর মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
error: