দেশকে বিশ্বের দরবারে শীর্ষ স্তরে তুলে আনতে ৭৫ তম স্বাধীনতা দিবসে সংকল্প গ্রহণের ডাক ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কলকাতা: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য অফিসে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটি মর্যাদার সাথে উৎযাপন করা হয় । স্বাধীনতা দিবস উৎযাপনের এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি ডাঃ রইসুদ্দিন সাহেব, রাজ্য সভাপতি শ্রী মনসা সেন, রাজ্য সহ-সভাপতিদ্বয় যথাক্রমে নুরুল হাসান মীর্জা ও মাহফুজুর রহমান, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ এবং রাজ্য ও জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ ।

এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি ডাঃ রইসুদ্দিন সাহেব। এদিনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বার্তা দিতে গিয়ে ডাঃ রইসুদ্দিন সাহেব বলেন,” সারা দেশের ঐক্য, সংহতি ও অখন্ডতার লক্ষ্যে মানবীয় মূল্যবোধের আলোকে সকল দেশবাসীর প্রতি ন্যায়, সুবিচার ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বদ্ধ পরিকর ওয়েলফেয়ার পার্টি। আজকে স্বাধীনতার ৭৫তম বর্ষে এসে আমরা আরও একবার দৃঢ়তার সাথে সেই অঙ্গীকার করছি ।”

পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন তাঁর বক্তব্যে বলেন,”স্বাধীনত্তোর ভারতের বিগত সাত দশকের অধিক সময়ের রাজনীতি দেশের মধ্যে চলে আসা জাতপাতের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, হিংসার পরিবেশে পরিবর্তন আনতে পারেনি বলেই দেশে অনাহারে মৃত্যু বা পিটিয়ে হত্যার মতো দূর্ভাগ্যজনক ঘটনাগুলির পুনরাবৃত্তি হচ্ছে। দেশকে বিশ্বের দরবারে শীর্ষ স্তরে তুলে আনতে গেলে আজকের স্বাধীনতা দিবসে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে ।” সর্বশেষে সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তিতে ঘটে।

দলটির মালদা জেলা অফিসেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক মুহা: শাহজাহান আলী। পতাকা উত্তোলনের পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মুহা:শাহজাহান আলী। “স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক একটি সংক্ষিপ্ত আলোচনাও রাখেন তিনি।আলোচনায় অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবি তথা প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন করে দলটি।