টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ও প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল বলেন,”দাদাকে হাসতে দেখে খুব ভালো লাগলো। এটা ভালো কথা যে সৌরভ ঠিক আছেন।”
প্রসঙ্গত, ২৭ জানুয়ারি বুকে ব্যথার সমস্যা নিয়ে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার তার দ্বিতীয় বার এনজিওপ্লাস্টি করা হয় এবং তার হার্টের শিরায় দুটি স্টেন্ট বসানো হয়।