শীতের দুয়ারে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, কবে কাটবে বাধা?

ছবি: ইব্রাহিম মন্ডল

টিডিএন বাংলা ডেস্ক : এ বছরের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্ষা যেতেই বহু প্রতীক্ষিত শীতের আগমনের পালা। কিন্তু কোথায় কী! রাজ্যে ঠাণ্ডার কোনও পাত্তা নেই। এ বিষয়ে কী বলছেন আলিপুর আবহাওয়াবিদরা?

আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন থেকে রাত বাড়লে তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তর-পশ্চিম ভারতে ঢুকে পড়া ভূমধ্যসাগরের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা পশ্চিমী ঝঞ্ঝার জন্য দেশের পূর্ব দিকে ঠাণ্ডার আবহ ঠিকমতো তৈরি হতে পারছে না। তবে শীত প্রায় এসে গেলেও বৃষ্টি বিদায় নিতে চাইছে না। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামনের দু-তিনদিন এমনই আবহাওয়া থাকবে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পূর্ব বাতাস ঢুকছে। অতিরিক্ত পরিমাণে এই জলীয় বাষ্পের জন্য দক্ষিণবঙ্গের আকাশে মেঘ এবং উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।