Highlightখেলা

ডব্লিউএফআই সহকারী সচিব বিনোদ তোমরকে সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক

টিডিএন বাংলা ডেস্ক: কুস্তিগীর এবং ডব্লিউএফআই বিবাদের ঘটনায় ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরকে সাসপেন্ড করেছে ক্রীড়া মন্ত্রক। তোমর শনিবার সন্ধ্যায় বলেন, ফেডারেশনের বেশিরভাগ লোক ব্রিজভূষণ শরণ সিংয়ের সাথে রয়েছে এবং ব্যক্তিগতভাবেও আমি খেলোয়াড়দের অভিযোগকে সঠিক মনে করি না। আমি ১২ বছর ধরে ব্রজভূষণ সিংয়ের সাথে যুক্ত, তিনি এমন নন। খেলোয়াড়দের অভিযোগ ভিত্তিহীন। ৩-৪ দিন হয়ে গেছে এবং তারা এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি।ফেডারেশনের তরফে বলা হয়েছে, প্রতিবাদী খেলোয়াড়রা ব্যক্তিগত স্বার্থে ডব্লিউএফআই-এর মানহানি করছে। বিক্ষোভের পেছনে তাঁদের ব্যক্তিগত এজেন্ডা রয়েছে। রাষ্ট্রপতি বা ডব্লিউএফআই-এর কেউ ইচ্ছামত কিছু করতে পারে না। এখানে অব্যবস্থাপনার সুযোগ নেই।

প্রসঙ্গত, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের তিন দিনের ধর্মঘট শুক্রবার দুপুর ১টায় শেষ হয়েছে। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কুস্তিগীরদের মধ্যে ৭ ঘন্টার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুরাগ ঠাকুর জানান, তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটি চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে। শনিবার ওই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

Related Articles

Back to top button
error: