ভারত যা করেছে, অন্যরা তা পারেনি! কেন্দ্রের প্রশংসা সুপ্রিমকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : কোভিড মোকাবিলায় কেন্দ্রের ভূয়ষী প্রশংসা করল সুপ্রিমকোর্ট। ভারত যা করেছে, অন্য কোনও দেশ তা পারেনি। মন্তব্য বিচারপতি এম আর শাহের।

এই সংক্রান্ত একটি পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী গৌরব কুমার বনসল। কোভিড কেড়ে নিয়েছিল তাঁর পরিবারের সদস্যদের প্রাণ। মামলার শুনানিতে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এএস বোপান্না জানান, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ ভুক্তভোগীদের কিছুটা মানসিক সান্ত্বনা দেবে। ক্ষতিগ্রস্তদের লোকজনের কান্না মোছাতে কিছু একটা করা হচ্ছে। দেখে আমরা খুশি। বিচার বিভাগকে এটা মানতে হবে, ভারত যা করেছে দুনিয়ার কোনও দেশই তা পারেনি। এতো বিপুল জনসংখ্যা। তারপরও আমরা যা করেছি, তা ব্যতিক্রম। সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন বলেন, ভারত একটা দেশ হিসাবে সত্যিই ভালো সাড়া দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আইসিএমআর-এর জারি করা নির্দেশিকা অনুসারে, কোভিডে মৃত্যুর কারণ প্রমাণিত হলে এক্স-গ্রাশিয়া সহায়তা দেওয়া হবে। পদ্ধতি অনুযায়ী, এই ক্ষতিপূরণের জন্য পরিবারগুলিকে সংশ্লিষ্ট জেলার দুর্যোগ মোকাবিলা অফিসে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি মেডিক্যাল সার্টিফিকেটের সঙ্গে ‘করোনার কারণে মৃত্যু’ উল্লেখ করে সার্টিফিকেট জমা দিতে হবে।
এর আগে ৩ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট কোভিডে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে মৃত্যুর শংসাপত্র প্রদানের নির্দেশিকা জারির ক্ষেত্রে বিলম্বের জন্য অসন্তোষ প্রকাশ করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে টলমলে দেশ। শ্মশানে গণচিতা। যার জেরে জোর সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। বিচারপতিরা এদিন বলেন, দেশের আয়তন বিরাট। বিপুল জনসংখ্যা। ভ্যাকসিনের খরচ, আর্থিক পরিস্থিতি ও প্রতিকূল অবস্থাতেও আমরা নজির তৈরি করতে পেরেছি। আর কোনও দেশ এমন পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি।