দেশ

OBC বিল কী?

টিডিএন বাংলা ডেস্ক : বাদল অধিবেশন শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। অধিবেশনের সিংহভাগ দিনই পেগাসাস ইস্যুতে পন্ড হয়েছে। বাকি দিনগুলোর ভবিষ্যৎ কী? অবশিষ্ট দিনগুলোতে হয়তো দেখা যেতে পারে বিপরীত একটি ছবি। সূত্রের খবর, এই সপ্তাহেই সংসদে ওবিসি বিল পেশ করবে মোদি সরকার। এই প্রথমবার বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষ কোনও একটি বিলকে নিয়ে আলোচনা, বিতর্ক বা যথাযথ ভোটাভুটিতেও অংশ নেবেন। ওবিসি বিল কী?

সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণির নাগরিকদের তালিকা আগে রাজ্যও করত। কেন্দ্রের পাশাপাশি আলাদা ক্ষমতা ছিল রাজ্যের। কিন্তু ৫ মে মারাঠা সংরক্ষণ নিয়ে রায় দিতে গিয়ে শীর্ষ আদালত রাজ্যগুলির সেই অধিকার খর্ব করে। যা নিয়ে বিরোধিতা শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলি। সূত্রের খবর, সুপ্রিমকোর্টের সেই রায় কার্যত খণ্ডন করতেই তৈরি ওবিসি বিল। উদ্দেশ্য রাজ্যগুলিকে তাদের পুরনো অধিকার ফেরত দেওয়া।

বিরোধীরা অভিযোগ তোলে, শীর্ষ আদালতের রায়ের ফলে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ৬৭১টি পিছিয়ে পড়া শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ হারাবে। চাকরি ক্ষেত্রেও বঞ্চিত হতে পারেন ওবিসি-রা। সূত্রের খবর, এরপরই সরকারের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়। ওবিসিদের তালিকা বাছাইয়ে রাজ্যের ভূমিকা ফিরিয়ে আনতে কীভাবে সুপ্রিমকোর্টের আদেশ সীমিত এক্তিয়ারের মধ্যে আটকে রাখা যাবে, তা নিয়ে পরামর্শ নেন বিভিন্ন বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে। তারপরই ওবিসি বিল তৈরির সিদ্ধান্ত নেন মোদি সরকার।

এই বিল পাশ হলে সরকারের পক্ষে ফিল গুড আবহ তৈরি করা সম্ভব হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বসপা সুপ্রিমো মায়াবতী জানিয়েছেন, ওবিসিদের ক্ষেত্রে আলাদা জনগণনার ক্ষেত্রে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ নিলে সংসদের বাইরে ও ভেতরে সরকারকে সমর্থন করবে তাঁর দল। তাঁর এই মন্তব্যের পর বিজেপির সঙ্গে বসপার সন্ধিরও গন্ধ পাচ্ছেন কেউ কেউ।

Related Articles

Back to top button
error: