দেশ

ইঁটের জবাব কি পাটকেলে? রানেকে গ্রেফতারির নির্দেশ দেওয়ার পরই শিবসেনা নেতাকে ইডির তলব

টিডিএন বাংলা ডেস্ক : ইঁটের জবাব কি পাটকেলে? কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী তথা রত্নগিরির শিবসেনা নেতা অনিল পরব। তার কয়েকদিনের মধ্যেই আর্থিক তছরুপ মামলায় পরবকে হাজিরার নোটিস দিল ইডি।

১০০ কোটি টাকার আর্থিক তছরুপের এই মামলায় মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে পাঁচবার ডেকে পাঠিয়েছে ইডি। যদিও তিনি হাজিরা দেননি। শচীন ভাজের বয়ানের ভিত্তিতেই এবার ডেকে পাঠানো হল পরবকে। শিবসেনা যদিও এরমধ্যে আশ্চর্যের কিছ‍ু দেখছে না। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য, এটা প্রত্যাশিতই ছিল। রত্নগিরিতে রানের গ্রেফতারের প্রসঙ্গ উত্থাপন করে সঞ্জয় রাউত বলেন, ভূমিকম্পের উৎসস্থল ছিল রত্নগিরি। পরব ওই জেলার মন্ত্রী। শিবসেনা এই লড়াই আইনের পথেই লড়বে।

প্রসঙ্গত পরবকে ফোনে একজনকে নির্দেশ দিতে শোনা গিয়েছিল। সেখানে রানেকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছিলেন তিনি। বলছিলেন, আপনারা কী করছেন? তাঁকে আটক করেছেন?

Related Articles

Back to top button
error: