HighlightNewsদেশ

‘কেন্দ্রীয় সরকার করছেটা কী?’ ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যতে বললেন কুণাল

টিডিএন বাংলা ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে নিহত হয়েছে এক ভারতীয় ছাত্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত জানা গিয়েছে, ঐ নিহত ছাত্র কর্নাটকের বাসিন্দা ছিলেন। ইউক্রেনে ওই ভারতীয় ছাত্রের মৃত্যতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন, তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,’ এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যের। এর বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকার করছেটা কী? পড়ুয়ারা বিপন্ন পশ্চিমবঙ্গের নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। খাদ্য সংকট তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি এভাবে দায় এড়িয়ে যেতে পারে না।’ পাশাপাশি তিনি অবিলম্বে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি তোলেন।

Related Articles

Back to top button
error: