টিডিএন বাংলা ডেস্ক : আমিষ খাবার নিয়ে বিতর্কে গুজরাত সরকার। সম্প্রতি ভাদোদরা ও রাজকোটে হকারদের আমিষ খাবার ঢেকে রাখার নির্দেশ দেয় পুরসভা। সেই পথেই হাঁটে আমেদাবাদও। পুরসভার এই ‘গা-জোয়ারি’ বরদাস্ত করেনি স্থানীয়রা হকাররা। মামলা হয় গুজরাত হাইকোর্টে।সেই মামলার প্রেক্ষিতেই আহমেদাবার পুরসভা ‘ধমক’ শুনল উচ্চ আদালতে।
মামলা চলাকালীন এদিন উচ্চ আদালত প্রশ্ন করে, আপনারা আমিষ পছন্দ নাই করতে পারেন। তাই বলে মানুষের কী খাওয়া উচিৎ বা তারা কী খাবে, সেটা কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন?” সরকারি কৌসুলিকে আদালত জানায়, ”কালকে আপনারা ঠিক করবেন আমি বাড়িতে কী খাব? কর্পোরেশনের কমিশনারকে ডাকুন, আর জিজ্ঞেস করুন উনি কী করছেন। কালকে আপনারা বলবেন আখের রস খাওয়া উচিত নয়। কারণ ডায়াবেটিস হতে পারে। বা কফি স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাই খাবেন না!” বিচারপতি বীরেন বৈষ্ণব বলেন, ”কেউ দুঃস্বপ্ন দেখল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি লোকদের সব কিছু বিক্রিতেই নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন! কারও ইগোকে সন্তুষ্ট করতে এই কাজ করবেন না।”
হাইকোর্ট পুরনিগমকে নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব ২৪ ঘণ্টার মধ্যে হকারদের জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য। শুনানির সময় বিচারপতি বীরেন বৈষ্ণব বলেছেন, “পুরনিগমের এত আঘাত লাগছে কীসে?” মামলাকারীদের অভিযোগ ছিল, পুরনিগম তাঁদের গাড়ি-জিনিসপত্র কোনও সরকারি নির্দেশ ছাড়াই বাজেয়াপ্ত করে নিয়েছে। পাল্টা সরকারের তরফে আইনজীবী সত্যম ছায়া পিটিশনে জানিয়েছেন, এই মামলা ভুল বোঝাবুঝির থেকে হয়েছে।