এনসিবি আধিকারিক ওয়াংখেড়ে মালদ্বীপ- দুবাইয়ের কী করছিলেন? প্রশ্ন এনসিপির
টিডিএন বাংলা ডেস্ক : মাদক মামলায় আরিয়ানের গ্রেফতারিকে ধাপ্পাবাজি বলে আগেই তোপ দেগেছেন এনসিপি নেতা নবাব মালিক। এবার এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মালিক।
এনসিপি নেতা মালিক দাবি করেন, গতবছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিশেষ অফিসার ওয়াংখেড়েকে এনসিবি দফতরে নিয়ে আসা হয়। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ভুয়ো মামলায় ফাঁসায় এনসিবি। তারকা পুত্র শাহরুখ খানের ছেলের গ্রেফতারিও একটা ধাপ্পাবাজি। মালিকের কথায়, সুশান্তের মৃত্যুর পর এনসিবিতে নিয়ে আসা হয় ওয়াংখেড়েকে। মৃত্যুরহস্য মামলা সিবিআইকে হস্তান্তরিত করা হলো। অভিনেতা আত্মহত্যা করেছিলেন নাকি খুন, জবাব মিলল না। এদিকে করোনাকালে প্রায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি মালদ্বীপে ছুটি কাটাচ্ছে। সেই সময়ই এনসিবির সেই আধিকারিক এবং তার পরিবার মালদ্বীপে আর দুবাইয়ে কী করছিলেন? সমীর ওয়াংখেড়ে জবাব দেবেন কি? এটা খুব স্পষ্ট তোলাবাজির লেনদেন মালদ্বীপ আর দুবাইয়ে হয়েছে। আমি সেই সব ছবিও ফাঁস করব।”
পাল্টা বিবৃতি দেয় এনসিবি। তারা দাবি করে, ওয়াংখেড়েকে নিয়ে অনেক ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। ২০১৯ সালে এনসিবির জোনাল ডিরেক্টরের পদে প্রার্থী চেয়ে সার্কুলার জারি হয়। যা দেখে আবেদন করেন ওয়াংখেড়ে। এর ভিত্তিতে পরের বছর ৩১ আগস্ট এনসিবির মুম্বই জোনাল ডিরেক্টরের পদে তাকে নিয়োগ করা হয়। তিনি দুবাই যাওয়ার জন্য কখনও ছুটি নেননি। তবে ২০২১ সালে সপরিবারে মালদ্বীপ যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন।