টিডিএন বাংলা ডেস্ক : খাতায়-কলমে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ৩০ সেপ্টেম্বর। যদিও তার রেশ এখনও রয়ে গেছে বাংলার বুকে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা থেকে বর্ষা যেতে আরও অপেক্ষা করতে হবে ৫ দিন। তবে বাংলা থেকে বর্ষা কাটতে অক্টোবরের প্রায় দ্বিতীয় সপ্তাহ। এবছর তা কিছুটা পিছতে পারে বলে আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও কাল মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারের হলুদ সর্তকতা জারি হয়েছে। রবিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে কমলা সর্তকতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে হলুদ সর্তকতা। এই নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব উত্তরবঙ্গের সব জেলাশাসক এবং এসপিদের নিয়ে বৈঠক করেন।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও বিপদ রয়েই যাচ্ছে। তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় শাহিন। তবে তার অভিমুখ পাকিস্তানের দিকে। ফলে বাংলার উপর সেভাবে প্রভাব না পড়লেও গোয়া, মহারাষ্ট্র, কঙ্কন উপকূল, মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।