HighlightNewsদেশ

যখন দেশে স্বাধীনের সংগ্রাম চলছিল, তখন জনসঙ্ঘের লোকেরা ব্রিটিশদের পা চাটত : মেহেবুবা মুফতি

টিডিএন বাংলা ডেস্ক : পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি পিডিপি কর্মীদের এক কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় জনসঙ্ঘের লোকেরা ইংরেজদের দালালি করতো বলে অভিযোগ তুলেছেন। এদিন তিনি বলেন, “গান্ধিজীর নেতৃত্বে যখন দেশে স্বাধীনের সংগ্রাম চলছিল, তখন জনসঙ্ঘের লোকেরা ব্রিটিশদের পা চাটত। এই লোকেরা ধর্মের নামে রাজনীতি করে এবং আজ ক্ষমতায় এসে আমাদের দেশপ্রেম শেখায়, অথচ সত্যি এটাই যে, এই লোকেরা জনসংঘের অফিসেও দেশের পতাকা লাগাত না। তারা শুধু হিন্দু-মুসলমানদের মধ্যে লড়াই বাধিয়ে দিতে জানে।”

পাশাপাশি তিনি সংঘের বিরুদ্ধে বিদ্বেষ ও ধর্মের নামে বিভক্তীর রাজনীতি করার অভিযোগ তুলেছেন। মেহবুবা এদিন বলেন, “দেশকে স্বাধীন করতে নেহরু ও গান্ধির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা মুহাম্মাদ আলী জিন্নাহকে দেশের মানুষ পছন্দ করে না এজন্য যে, তিনি হিন্দু-মুসলিম রাজনীতি করে ধর্মের নামে আমাদের দেশকে ভাগ করেছেন।”

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “দেশে ২৫ কোটি মুসলিম, কিন্তু তাদের মুসলমান নয়, বাবর ও আওরঙ্গজেবের বংশধর বলা হচ্ছে! বিদ্বেষের রাজনীতি দিয়ে কী দেশ এগিয়ে যেতে পারে? দেশের অনাহারের অবস্থা এমন যে নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতিও আমাদের চেয়ে ভালো। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরে, বিজেপি সরকার দুধের নদী বয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল’ কিন্তু এখানে বেকারত্বের হার ২২ শতাংশে উন্নীত করার কাজ করেছে। লাদাখে চীনের হাজার হাজার কানাল জমি দখল করা সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রীর মুখ খোলে না।”

এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা করে বলেন, “আমাদের এখানে গণপিটুনিতে অভিযুক্ত লোকেদের গলায় ‘মালা’ পরানো হচ্ছে। পাকিস্তানেও শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী এর নিন্দা করেছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিন্দা পর্যন্তও করেন না।”

Related Articles

Back to top button
error: