HighlightNewsদেশ

কবে হবে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন? আজই দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে ত ঘোষণা করবে নির্বাচন কমিশন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর তিনটে নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করে এই দিনপঞ্জি ঘোষণা করবে নির্বাচন কমিশনের প্যানেল। প্রসঙ্গত, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ২৪ জুলাইয়ের আগে এই নির্বাচন হতে হবে।
উল্লেখ্য, সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের সমন্বয়ে নির্বাচনী কমিটির সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজ্যসভা এবং লোকসভা বা রাজ্যগুলির বিধানসভার মনোনীত সদস্যরা ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয় তাই তাঁরা এই নির্বাচনে অংশগ্রহণের অধিকারী নন। একইভাবে, আইন পরিষদের সদস্যরাও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক নন।
২০১৭ সালে ১৭ জুলাই শেষবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। ২০ জুলাই ভোট গণনা হওয়ার পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্বাচিত হন।

Related Articles

Back to top button
error: