HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য
স্কুল খুলবে কবে? পর্ষদের চিঠির পরপরই দিনক্ষণ জানাল রাজ্য সরকার
টিডিএন বাংলা ডেস্ক: স্কুল খুলবে কবে? জানতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের চিঠি দেওয়ার পরপরই স্কুল খোলার বিষয়ে দিনক্ষণ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। প্রায় ১ মাস ধরে গরমের ছুটি চলার ফলে শিক্ষক, ছাত্র ও অবিভাবকদের মধ্যে স্কুল খোলা নিয়ে প্রশ্ন উঠছিলই। এমতাবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা দফতরের কাছে চিঠি দিয়ে জানতে চায় কবে থেকে খোলা হবে স্কুলগুলো। সেই চিঠি পাওয়ার পরপরই নড়ে চড়ে বসে শিক্ষা দপ্তর। তারপরই কয়েক ঘন্টার মধ্যেই গরমের ছুটি কবে শেষ হচ্ছে কবে থেকে স্কুল খোলা হবে সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর।
মঙ্গলবার ওই বিজ্ঞপ্তিতে জানান হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল খোলা হবে আগামী ৫ জুন থেকে। আর প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন থেকে।