HighlightNewsরাজ্য

মুখে মাস্ক কই? থানারপাড়ার নতিডাঙায় দিনভর নজরদারি চালাল পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: করোনার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও বিনা মাস্ককেই রাস্তাঘাটে চলছেন অনেকেই। শনিবার করিমপুর-২ ব্লকের নতিডাঙায় নজরদারি চালিয়ে এমনই পরিস্থিতির সম্মুখীন হন প্রশাসনের আধিকারিকরা। থামানো হয় পথ চলতি মানুষদের। মাস্কের প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে সকলকেই মাস্ক দেন পুলিশকর্মীরা। মাইক নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তারা।

মাস্ক না পরা লরি চালক, টোটো যাত্রী, বাইক আরোহী, পথচারীদের থামানো হয়। কোথায় মাস্ক? প্রশ্ন করতেই আসতে থাকে একেক ‘অজুহাত’। কেউ জোর হাত করে বলেন ‘ভুলে গেছি’। কেউবা এরপর পথে বেরুলেই মাস্ক পরার অঙ্গীকার করেন। এদিন নতিডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও চলে সচেতনতার মাইকিং। এলাকায় প্রশাসনের নজরদারির খবর চাউর হতেই কেউ মুখ ঢাকেন মাফলারে, কেউ বা গামছায়। মাস্ক কিনতে অনেককে দোকানে ভিড় করতেও দেখা গেছে।

করোনা পরিস্থিতিতে মাস্ক পরায় গাফিলতি দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এদিন বেলা ১১টা নাগাদ পথে হেঁটে মানুষকে সচেতনতার বার্তা দেন তেহট্ট মহকুমা শাসক মৌমিতা সাহা, করিমপুর-২ বিডিও সামসুজ্জামান, ব্লক সভাপতি রাজু মল্লিক, থানারপাড়া থানার ওসি অভ্র বিশ্বাস, পঞ্চায়েত প্রধান, আশা কর্মী সহ অন্যান্য পুলিশ কর্মীরাও।

Related Articles

Back to top button
error: