ঘটনাগুলো বিজেপি সাজিয়ে করেনি তারই বা প্রমাণ কোথায়?’: কসবা কান্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

টিডিএন বাংলা ডেস্ক: কোলকাতা পৌরসভার কসবাতে সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে গোটা রাজ‍্য রাজনীতি তোলপাড়। কিভাবে প্রশাসনের নাকের ডগায় বসে প্রশাসনেরই নাম ভাঁড়িয়ে এত দিন জালিয়াতি করে গেলেন দেবাঞ্জন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই জালিয়াতির সঙ্গে প্রশাসনের একাংশের জড়িত থাকার অভিযোগ তুলেছেন অনেকেই। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মত একে একে বেরিয়ে পড়েছে বহু জালিয়াতির তথ্য। এই সমস্ত বিষয়ে বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে বলেন,”এসব ঘটনা বিজেপি সাজিয়ে করেনি তারই বা প্রমাণ কোথায়?’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কসবাতে ভুয়ো কো-ভ্যাকসিন ক্যাম্পের সঙ্গে রাজ্য সরকারের কোন যোগ নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জালিয়াতির ক্ষেত্রে এত দ্রুত পদক্ষেপ গ্রহণ অন্য কোন রাজ্যে দেখা যায়নি।” তিনি মনে করেন, কেন্দ্রের বিজেপি সরকারের মদতে বাংলার বঙ্গ বিজেপি তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাজ্যের যেকোনো ছোট ছোট সমস‍্যাকে মিডিয়ার সাহায্যে বড় করে প্রচার করছে এবং তার সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। তারা বাংলাকে বিভক্ত করতে চাইছে, তারা বাংলা তথা বাঙালির শত্রু। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্য গুলোতে এত দুর্নীতি, লিঞ্চিং, হিংসার ঘটনা ঘটা সত্ত্বেও তারা সেটা নিয়ে কোন উচ্চবাচ্য করছে না। এ সমস্ত বিষয়ে কোনো তদন্ত হয় না। অথচ সুযোগ পেলেই বাংলাতে সিবিআই এনআইএ বা মানবাধিকার সংস্থার মাধ্যমে রাজ্য সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এক সংবাদ মাধ‍্যমকে মুখ্যমন্ত্রী জানান, “আমি তো বলেছি ভ‍্যাকসিন নিয়ে যারা প্রতারণা করে তারা উগ্রপন্থীদের থেকেও ভয়ঙ্কর। যাদের ওই ইনজেকশন দেওয়া হয়েছে, রাজ্য সরকার তাদের খোঁজখবর নিচ্ছে। তাদের ভ্যাকসিন আমরা দিয়ে দেবো। সুতরাং, মনে রাখবেন আমরা যেভাবে কাজ করি এরকমভাবে কাজ কেউ করে না। গুজরাটে (বিজেপি শাসিত) তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল। সেখানে  স্বাস্থ্যমন্ত্রীর ক’টা চিঠি গেছে? ক’টা তদন্ত করেছিল? আর যে রাজ্য সবচেয়ে বেশি কাজ করে, সেখানে এসে বড় বড় কথা! শুধু মিথ্যে কথা, জালিয়াতি!” তাছাড়া কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে প্রয়োজনীয় কোভিড ভ্যাকসিন দিচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।