এ বছর হজ হবে কি হবে না, সিদ্ধান্ত নেবে সৌদি আরব সরকার : মুক্তার আব্বাস নাকভি

টিডিএন বাংলা ডেস্ক : করোনার জেরে গত ২২২ বছরে প্রথমবার বাতিল হয় হজ । এবছর ভ্যাকসিন এলেও করোনা পরিস্থিতি মোটেই ভালো নেই। এদিকে হজ শুরু হতে বাকি আর কয়েক মাস। প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লক্ষ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। ভারত থেকেও আনুমানিক ২ লক্ষ মানুষ পাড়ি দেন। কিন্তু এবছর ভারতীয়রা কি যেতে পারবেন হজে? এ নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

সৌদি আরব সরকারের উপর নির্ভর করছে, এ বছর হজ হবে কি হবে না। সৌদি আরব সরকার যে সিদ্ধান্ত নেবে হজ যাত্রা নিয়ে, নরেন্দ্র মোদী সরকারের সে বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে আগেই জানানো হয়েছে। চলতি বছরের হজযাত্রা নিয়ে শনিবার এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।

শনিবার এক সাংবাদিক সম্মেলনের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত বছরও হজযাত্রা বাতিল করা হয়। এ বছর কী হবে,তা এখনও পর্যন্ত স্থির হয়নি।

প্রসঙ্গত গত বছর থেকে করোনা থাবা বসাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে। এ বছর দাপিয়ে বেড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে সন্ত্রস্ত প্রায় গোটা বিশ্ব। করোনার জেরে যেমন গত বছর হজযাত্রা বাতিল করা হয়, এবারও সেই একই রাস্তায় হাঁটবে সৌদি আরব সরকার, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।