টিডিএন বাংলা ডেস্ক : জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকে আপাতত ছাড়পত্র দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। হু সূত্রে খবর, কোভ্যাক্সিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের কাছে বেশ কিছু কারিগরি সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। ওই তথ্য হাতে পেলে তবেই কোভ্যাক্সিন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হু।
করোনার দাপাদাপি কমাতে বেশ কিছু ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে হু। হায়দরাবাদের এই সংস্থার তৈরি ভ্যাকসিন প্রথম থেকেই বিতর্কে। কারণ সংস্থাটি ক্লিনিক্যাল ট্রায়ালের পুরো তথ্য প্রকাশ করেনি। তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেয়। কেন্দ্রের এই তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়ায় প্রশ্ন তোলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। কিন্তু কোভিশিল্ডকে অনুমোদন দিলেও, হু ছাড়পত্র দেয়নি কোভ্যাকসিনকে। ফলে যারা ইতিমধ্যেই কোভ্যাক্সিন নিয়েছেন, তাদের বিদেশযাত্রায় সমস্যা হয়ে যায়। বাইরে পড়াশোনা করতে যেতে পারেনি বহু পড়ুয়া। একাধিক ব্যবসায়ীও বিদেশে পাড়ি দিতে পারেনি। ফলে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের আগুনে জল ঢালতে মাঠে নামেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এমনকী নীতি আয়োগের একাধিক পদাধিকারী ও স্বাস্থ্যমন্ত্রকের একাধিক আধিকারিকও কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার দাবি জানাতে থাকেন। তড়িঘড়ি এমনও জানানো হয়, পুজোর আগেই কোভ্যাকসিন ছাড়পত্র পেতে চলেছে। কিন্তু সেই দাবি যে ভঙ্গুর, তা এদিন প্রকাশ্যে।