টিডিএন বাংলা ডেস্ক : ১৯ তারিখ পুরভোট। হাতে মাত্র কয়েকটা দিন সময়। প্রচারে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। পুরপ্রার্থীদের হয়ে জোড়া পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু পুরভোট নিয়ে কার্যত দিশাহীন অবস্থা বঙ্গ বিজেপি নেতৃত্বের। কোন ওয়ার্ডে কোন নেতা প্রচারের দায়িত্বে থাকবেন, তা এখনও জানেন না তারা।
বিজেপি সূত্রে খবর, প্রত্যেকটি ওয়ার্ডে প্রচারের দায়িত্ব রাজ্যস্তরের একজন নেতাকে দেওয়া হচ্ছে। কোন কোন নেতা, কোন কোন ওয়ার্ডে প্রচারে নামবেন তার তালিকা তৈরি। কিন্তু সেই নাম খামবন্দি। সবচেয়ে খারাপ অবস্থা প্রার্থীদের। প্রচারের ওই তালিকা প্রকাশ করতে বিজেপির টালবাহানা কেন, তা অবশ্য স্পষ্ট নয়। কোনও নেতা যদি গায়ে পড়ে প্রচারে নেমে পড়েছেন, তাহলে সেক্ষেত্রেও সমস্যা। জোর বকুনি দিচ্ছেন খোদ শীর্ষ নেতৃত্ব ফোন করে। বিজেপি সূত্রের খবর এই অভিজ্ঞতা রাজ্য বিজেপির একাধিক নেতার হয়েছে। ফলে আগে থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্যরা পুরভোটে নাক গলাতে চাইছেন না। পাছে যদি দলের শীর্ষ নেতাদের ব্যাড বুকে পড়তে হয়।
ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব বন্টনের তালিকা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর হেফাজতে রয়েছে। এই হাল দেখে বিজেপির এক রাজ্য সম্পাদক কটাক্ষ করে বলেন, এখনও যদি আমরা জানতে না পারি, কাকে কোন ওয়ার্ড সামলাতে হবে, তাহলে ভোট পর্যন্ত অপেক্ষা না করে তৃণমূলকে ওয়াকওভার দিয়ে দেওয়াই ভালো। যেখানে তৃণমূল শিবিরে ভোট নিয়ে এত তৎপরতা, সেখানে বিজেপি নেতাদের গা-ছাড়া মনোভাবের কারণ স্পষ্ট নয় অনেকের কাছে। পুরভোটের প্রচার থেকে শুভেন্দু অধিকারীর মতন একজন হেভিওয়েট নেতাকেও দূরে রাখা হয়েছে। তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।