টিডিএন বাংলা ডেস্ক : ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। তারপর একমাস কেটে গেছে। কিন্তু এখনও তার উত্তরসূরি বেছে উঠতে পারেনি কেন্দ্র।
সরকারি সূত্রের খবর, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত বিজেপি। তাই নতুন সিডিএস বেছে নিতে সময় লাগছে মোদি সরকারের। দেশের পরবর্তী সিডিএস কে হবেন, তা স্থির করার ভার মূলত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর ওপর। তারা চাইলে নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনার পরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সিডিএস নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করিয়ে নিতে পারেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী কবে আলোচনায় বসবেন, তার ওপর নির্ভর করছে রাওয়াতের উত্তরসূরির নাম। সেনা সূত্রে খবর, সিডিএস হিসেবে দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
রাওয়াতের মৃত্যুর পর নারাভানে সিডিএস-এর অনেক কাজই দেখভাল করেছেন। চলতি বছরের এপ্রিলে ৬২ বছর বয়সে সেনাপ্রধান হিসেবে তার অবসর নেওয়ার কথা। অন্যদিকে সর্বাধিক ৬৫ বছর বয়সে বাধ্যতামূলক অবসরে যেতে হবে সিডিএস-কে। তাই এপ্রিলে নারাভানের অবসরের আগে পরবর্তী সিডিএস হিসেবে তাকেই দায়িত্বভার দেওয়া হয় কিনা, সেদিকে নজর সব মহলের।