কে এই ভূপেন্দ্র প্যাটেল?

টিডিএন বাংলা ডেস্ক : গুজরাতের দায়িত্বভার এবার ভূপেন্দ্র প্যাটেলের কাঁধে। রূপানি পদত্যাগ করার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী পেল রাজ্যটি। কিন্তু কে এই ভূপেন্দ্র প্যাটেল? আগামী বছরেই গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে কেন তাঁকেই রাজ্যর ভার দেওয়া হল?

বর্ষীয়ান এই বিজেপি নেতা ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জয়লাভ করেন। যা কিনা ওই ভোটে সর্বোচ্চ মার্জিন। তিনি পরাস্ত করেন কংগ্রেস নেতা শশীকান্ত প্যাটেলকে।

রাজনৈতিক মহল বলছে, ভূপেন্দ্র প্যাটেল একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলেরও খুব কাছের একজন। ঘটনাচক্রে আনন্দীবেন প্যাটেলও ঘাটলোদিয়া থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন। পাশাপাশি তিনিও প্যাটেল বা পতিদার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিধানসভা নির্বাচনে এই পাতিদার সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং রাজ্যের শাসনভার প্যাটেলের কাঁধে যে অনেক ভেবেই দেওয়া হয়েছে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল।

শুধু রাজনীতি নয়। ভূপেন্দ্র প্যাটেলের সামাজিক ভূমিকাও রয়েছে। তিনি দীর্ঘদিন আহমেদাবাদ পৌরনিগমের সদস্য এবং আহমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহেরও খুব কাছের মানুষ বলে জানা যাচ্ছে।