দেশ

দিল্লি দাঙ্গার একই অভিযোগে ৫টি এফআইআর কেন? হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক :দিল্লি দাঙ্গা নিয়ে আদালতে মুখ পুড়ল পুলিশের। ২০২০ দিল্লি দাঙ্গার এক অভিযুক্তের বিরুদ্ধে পাঁচটি ভিন্ন মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। তার মধ্যে চারটি মামলা বৃহস্পতিবার খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি আদালতের প্রশ্ন, একই ঘটনায় পৃথকভাবে পাঁচটি এফআইআর দায়ের করা যায়না। এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। মাত্র একটি এফআইআরের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

২০২০ দিল্লি দাঙ্গায় মৌজপুর এলাকায় অগ্নি সংযোগের ঘটনায় দিল্লি পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ পাঁচটি ভিন্ন এফআইআর দায়ের করে। সেই মামালার শুনানিতে এভাবেই দিল্লি পুলিশকে কটাক্ষ করেছে হাইকোর্ট। বিচারপতি এস প্রসাদের বক্তব্য, ‘পাঁচটি এফআইআরের চার্জশিট দেখে মনে হয়েছে প্রত্যেক অভিযোগ প্রায় সমান। অভিযুক্তও এক। পাঁচটি অভিযোগের ভিত্তিতে দায়ের করা পাঁচটি চার্জশিট প্রায় এক, চার্জশিটের বয়ানও প্রায় এক। তাছাড়া পাঁচটি চার্জশিটে যে সব অভিযোগ আনা হয়েছে তাও প্রায় একই রকম। এরপরেও যদি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে অন্য কোনও তথ্য-প্রমাণ খুঁজে পাওয়া যায়, তবে সেটা এফআইআর নম্বর ১০৬/২০২০-তে নথিবদ্ধ হবে।

বিচারপতির মন্তব্য, একই ঘটনার জন্য ৫টি আলাদা আলাদা এফআইআর দায়ের হতে পারে না। এমন যদি হয়, তা সুপ্রিমকোর্টের রায়ের পরিপন্থী।

Related Articles

Back to top button
error: