দেশ
ট্রায়ালের আগেই কেন ছাড়পত্র? ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন কংগ্রেসের
টিডিএন বাংলা ডেস্ক: ট্রায়ালের আগেই কেন ছাড়পত্র? ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা সাংসদ শশী থরুর। তিনি টুইট করে লিখেছেন, “কো- ভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল এখনও সম্পূর্ণ হয়নি। আগে অনুমোদন বিপজ্জনক হতে পারে।” এদিন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে বিবৃতি দেওয়ারও দাবি জানিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশও বিষয়টি নিয়ে বিবৃতি দাবি করেছেন।