টিডিএন বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আজ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই কেন্দ্রের বরাদ্দ অর্থের পরিমাণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন,”পশ্চিমবঙ্গকে কেন কম আগাম অর্থসাহায্যে বঞ্চনা করা হচ্ছে সেটা বৈঠকে জানতে চেয়েছিলাম। উনি বললেন, মমতাজি এই বিষয়ে আমরা পরে কথা বলব, এটা সায়েন্টিফিক ভিউ পয়েন্ট দিয়ে ঠিক করা হয়। যার পরে আর কিছু বলিনি। কারণ পলিটিক্যাল সায়েন্সের সম্পর্কে আমি জানি, কিন্তু এই সায়েন্স সম্পর্কে তো সেভাবে জানা নেই।”
প্রসঙ্গত, এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক চলাকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ইয়াসের ধাক্কা সামলাতে ওড়িশা ও অন্ধপ্রদেশের জন্য কেন্দ্র আগাম ৬০০ কোটি টাকা বরাদ্দ করছে এবং পশ্চিমবঙ্গের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রসঙ্গে এদিন নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন,”ওড়িশা, অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকা, সেখানে বাংলাকে ৪০০ কোটি টাকার মতো। আমি তুলনা করার পক্ষপাতী নই। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের পড়শি বোনের মতো রাজ্য, তাদের টাকা দিতেই পারে কেন্দ্র, তা নিয়ে আমাদের কোনও সমস্যাও নেই। কিন্তু বাংলার সঙ্গে বঞ্চনা কেন। ওনারা বলেছিলেন সম্পূর্ণ সহযোগিতা করবেন। কিন্তু যখন আগাম অর্থ দেওয়ার বিষয় এল তখন দেখা যাচ্ছে রাজ্য ভেদে আলাদা পরিমাণ টাকা দেওয়া হচ্ছে।”
এ প্রসঙ্গে আমফান পরবর্তী সময়ে আর্থিক বঞ্চনার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন,”আমফানের সময়ও বলা হয়েছিল আর্থিক সাহায্য করা হবে। রাজ্যের টাকা থেকেই রাজ্যকে সাহায্য করা হয়েছিল। আমরা কেন বারবার বঞ্চিত হব?” মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “আমরা বলেছি, ঝড় থেমে যাওয়ার পরে ফিল্ড সার্ভে করে আমাদের কী প্রয়োজন তা আমরা জানাব। যদিও পাব কি না জানি না, তবে জানাতে হবে।”