টিডিএন বাংলা ডেস্ক: গার্ড অফ অনার দেওয়া হয়নি কেন? বৃহস্পতিবার কোচবিহারে গিয়ে তাঁকে গার্ড অফ অনার না দেওয়ায় বেজায় ক্ষুব্ধ হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইটে তিনি লেখেন, ‘কোচবিহার জেলা প্রশাসন প্রোটোকল ভেঙেছে। কোনও গার্ড অফ অনারের ব্যবস্থা নেই। ডিএম, এসপি’রাও অনুপস্থিত। রাজনৈতিকভাবে প্রশাসনের কাজ করার নমুনা।’ এদিকে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ‘গত ৯ নভেম্বর রাজ্যপাল উত্তরবঙ্গের মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম। কিন্তু সেই বৈঠকে কোনও উপাচার্যই উপস্থিত হননি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলেছি। চরম অরাজকতা চলছে গোটা রাজ্যজুড়ে।’