‘রাতে নির্জন এলাকায় গেল কেন?’ মহীশূর ধর্ষণকাণ্ডে আজব প্রশ্ন মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি শাসিত কর্নাটকের চামুণ্ডি পর্বতের কাছে গণধর্ষণের ঘটনায় আজব প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আরাগা জ্ঞানেন্দ্রর সেই মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক।ঘটনার পর ২দিন পার। অথচ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেদিকে নজর না দিয়ে উল্টে নির্যাতিতাকেই উপদেশ দিয়ে বসলেন মন্ত্রী।

মন্ত্রীর প্রশ্ন, ”তরুণ প্রেমিক হোক বা নবদম্পতি, তাদের এই ধরণের জায়গায় যাওয়া উচিত নয়। আমরা সবাইকে না যেতে বলতে পারি না। কিন্তু এমন সব জায়গায় পুলিশ মোতায়েন করা যাবে না।” এখানেই শেষ হয়নি অবশ্য মন্ত্রীর লম্বা চওড়া উপদেশ। জ্ঞানেন্দ্র আরও বলেন, ”মোটামুটি ৭টা সাড়ে ৭টা নাগাদ তারা ওখানে গিয়েছিল। জায়গাটা অত্যন্ত নির্জন। তাদের ওখানে যাওয়া উচিৎ ছিল না। কিন্তু আমরা তো কাউকে কোথাও যেতে দিতে বাধা দিতে পারিনা। ওটা অত্যন্ত নির্জন জায়গা। সাধারণত সেখানে যাওয়া যায় না।”

একই ধরনের মন্তব্য করেছেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন মঞ্জুলা মনসা। তিনি বলেন, ”বিষয়টি খুবই লজ্জাজনক যে একজন এমবিএ ছাত্রী হওয়া সত্ত্বেও তিনি ওই সময় সেখানে গিয়েছিলেন।”

অন্যদিকে নির্যাতিতা পুরুষ সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও ওই তরুণীর বয়ান নিতে পারেনি পুলিশ।