নাগরিকত্বের জন্য মতুয়াদের কেন ভিক্ষা চাইতে হচ্ছে? চাঞ্চল্যকর মন্তব্য বিজেপি সাংসদ সাংসদ শান্তনু ঠাকুরের
টিডিএন বাংলা ডেস্ক: নাগরিকত্বের জন্য মতুয়াদের কেন ভিক্ষা চাইতে হচ্ছে? কেনই বা বারবার আন্দোলন করতে হচ্ছে? রবিবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাংসদ শান্তনু ঠাকুর। এদিন উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে রাস উৎসব ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের নতুন কমিটি গঠন উপলক্ষে আহুত সভায় তিনি বলেন, ‘‘কেন নাগরিকত্বের জন্য আমাদের ভিক্ষা চাইতে হচ্ছে বার বার? কেন আন্দোলন করতে হচ্ছে বার বার? কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সকলের কাছে আমরা ভিক্ষা চেয়েছি। অধিকার কেউ দেবে না। অধিকার আদায় করে নিতে হবে। রাজনৈতিক লোকেরা আমাদের পিছিয়ে রেখেছেন। যদি সুযোগ আসে দেখাব। রাজনৈতিক ময়দান দখল করার ক্ষমতা কাদের আছে। কোনও রাজনৈতিক দলের কথা মতো আমরা চলব না। কিছু দিন আরও অপেক্ষা করব। তার পরেও নাগরিকত্ব আইন প্রয়োগ না হলে মতুয়ারা তাঁদের মতো ভাববেন।’ তিনি আরো বলেন, মতুয়াদের যদি মাছের চারা দেওয়া হতে থাকে, তাতে আগামী দিনে মতুয়ারা সিদ্ধান্ত নেবেন। তবে আমি মতুয়াদের কথাই শুনব। থোড়াই রাজনীতির কথা শুনব! আমাদের নিয়ে যারা রাজনীতি করছে, তাদের লাভ হবে না। পাশাপাশি সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্য ইস্যুতে নাম না করে সান্তনু ঠাকুর বলেন, ‘কোনও এক নেতার কাছে শুনলাম এক বছর পরে নাকি সোসাইটিতে নাগরিক আইন চালু হবে। এত দেরি হলে আমাদের আর তার দরকার নেই। পরবর্তী কালে এমনিই আমরা নাগরিকত্ব পাব।’