টিডিএন বাংলা ডেস্ক : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “কংগ্রেস সব জায়গায় সমঝোতা করে চলে। আমরা কারও সঙ্গে সমঝোতা করিনা। কংগ্রেসের এক নেতা (রাহুল) গেল। তাদেরও হোডিং-পোস্টার ছিল। কই ওদের হোডিং একটাও তো ভাঙ্গা হয়নি!” পাল্টা জবাব দিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গোটা দেশে বিজেপি তথা মোদির বিরুদ্ধে একমাত্র কংগ্রেস লড়ছে।”
সোমবার জানবাজারের কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গোয়া সফরের প্রসঙ্গ টেনে এনেছেন। মমতা বলেন, “ওখানে আমাকে কালো পতাকা দেখিয়েছে। আমাদের অনেক হোডিং ছিড়ে দিয়েছে। পোস্টারে কালো কালি ছিটিয়েছে। আমি ওদের নমস্তে করেছি। তারপর কংগ্রেসের এক নেতা গেল। দেখলাম একশোটা গাড়ির কনভয় আসছে। তাদের হোডিং ছিল, পোস্টার ছিল। কই একটাও তো হোডিং ভাঙ্গা হয়নি।” পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে,” পশ্চিমবঙ্গে ২১ সাল থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং তাদের হারিয়ে আসছে। অন্যকে দোষারোপ করার আগে কংগ্রেস নিজের ঘরটা ভালো করে গোছাক। অথবা যারা প্রকৃতপক্ষে লড়াই করতে চায়, এবং যাদের সেই ক্ষমতা আছে তাদের হাত ছেড়ে দিক।”
পাল্টা চিদাম্বরম বলেন, “দেশের একাধিক রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে। আমি কখনই বাংলার ভোটের মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে ছোট করব না। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং অসমে নরেন্দ্র মোদির সঙ্গে কে লড়ছে? একমাত্র কংগ্রেস। উনি বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন।”
আগামী বছর গোয়া বিধানসভার ভোট। কংগ্রেস ইতিমধ্যেই চিদাম্বরমকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।