HighlightNewsদেশ

“কৃষক প্রতিনিধিদের গণতন্ত্র দিবসের দিন মুখ্য অতিথি কেন করা হচ্ছে না মোদীজি?”কৃষক আন্দোলন প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে আক্রমণ দ্বিগবিজয় সিংহের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ৪২ দিন ধরে দিল্লির তিনটি সীমান্তে ৪১ টি কৃষক সংগঠনের সদস্যরা লাগাতার আন্দোলন করে চলেছেন। একদিকে সরকার যখন নতুন কৃষি আইনের প্রশস্তি করে চলেছে তখন আরেকদিকে, কৃষি আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই কেন্দ্র এবং সরকারের মধ্যে মোট ৮ দফার বৈঠক হয়ে গেছে। যদিও সমাধান সূত্র এখনো অধরা।

এদিকে, নিজেদের আন্দোলনকে আরও জোরদার করে তুলতে গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্রাক্টর মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এসব সংগঠনের সদস্যরা। পাশাপাশি দিল্লির আবহাওয়ার কথা মাথায় রেখে ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে গণতন্ত্র দিবসের ট্রাক্টর মার্চের একটি ক্ষুদ্র সংস্করণ প্রদর্শন করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে লাগাতার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ কৃষক আন্দোলন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল করা প্রসঙ্গে মোদি সরকারকে কটাক্ষ করে টুইট করে লিখেছেন,”যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আসছেন না তাহলে মোদীজি কৃষক প্রতিনিধিদের গণতন্ত্র দিবসের প্রধান অতিথি কেন বানিয়ে দিচ্ছেন না?”

শুধুমাত্র কংগ্রেসের বড়িষ্ঠ নেতা দিগ্বিজয় সিংহ নয়, আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ কৃষক আন্দোলন প্রসঙ্গে মোদি সরকারকে আক্রমণ করে টুইটে লিখেছেন,”আজ গোটা দেশের কৃষকরা আন্দোলন করছে, কোটি কোটি কৃষকরা রাস্তায় বসে আছেন, বিজেপি সরকারের আড়ানী আম্বানির গুলামি ছেড়ে কৃষকদের কথা মেনে নেওয়া উচিত, তিনটি কালো আইন প্রত্যাহার করা উচিত।”

https://twitter.com/AjitTyagi_/status/1346053433896226818?s=20

শিবসেনার পক্ষ থেকেও মোদি সরকারকে আক্রমণ করে লেখা হয়েছে,”অষ্টম দফার বৈঠক হয়ে যাওয়ার পরও কোন সমাধান পাওয়া যায়নি, কৃষকদের এই আন্দোলন জারি রাখতে হবে এবং এটাই সরকারের রাজনীতি। সরকার কৃষকদের সঙ্গে বৈঠকে বসার নাটক করছে। কৃষকরা তাদের দাবিতে অনড় হয়ে রয়েছেন আর বিজেপির মোদি সরকার অহংকারে জ্বলছে।”

Related Articles

Back to top button
error: