এমএসপি আইন কেন পাস করা হচ্ছে না? ফের সক্রিয় হচ্ছেন কৃষকরা

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : এমএসপি ইস্যুতে ফের সরব কৃষকরা। কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল প্রশ্ন তোলেন, “কেন এমএসপি আইন পাস করা হচ্ছে না? কেন লখিমপুরখেরি মামলায় মন্ত্রীকে বরখাস্ত করা হচ্ছে না? কেন কৃষক ইউনিয়নকে বৈঠকের জন্য ডাকা হচ্ছে না? কৃষি আইন প্রত্যাহার নিছক নির্বাচনী স্টান্টে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহারের দিন (১৯ নভেম্বর) ‘ধোঁকা দিবসে’ পরিনত হবে?”

সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) অভিযোগ করেছিল যে এমএসপি ইস্যুতে কোনও অগ্রগতি নেই। কৃষক নেতা যুধবীর সিং সাংবাদিক সম্মেলনে বলেন – “কোন অগ্রগতি হয়নি। ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কোনও কমিটি গঠন করা হয়নি। হরিয়ানায় কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে শুধুমাত্র কিছু পদক্ষেপ রয়েছে, তবে দিল্লি সহ অন্যান্য রাজ্যে খুব বেশি অগ্রগতি হয়নি। বিদ্যুৎ বিলের বিষয়ে আমাদের দাবি নিয়ে কোনো আলোচনা হয়নি।”

সরকার যদি তাদের দাবির প্রতি সমর্থন না জানায় তবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘মিশন ইউপি’ আন্দোলন শুরু করে আবার লড়াইয়ের ময়দানে নামা হবে। পাশাপাশি, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি শ্রমিক সংগঠনগুলির সর্বভারতীয় ধর্মঘটে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে।