২৭৩ জনকে কেন ১ নম্বর বাড়ানো হয়ে ছিল? টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের জবাব তলব আদালতের

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় আবারও আদালতের কড়া নির্দেশ। ২৭৩ জনকে কেন ১ নম্বর বাড়ানো হয়ে ছিল? টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের জবাব তলব করলো আদালত। বেআইনি ভাবে ২৭৩ জনকে অতিরিক্ত ১ নম্বর করে দেওয়া হয়ে ছিল বলে অভিযোগ উঠে ছিল। অভিযোগ প্রাথমিক টেটে নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই মামলার রায় দিতে গিয়ে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, কার নির্দেশে প্রাথমিক টেটে ২৭৩ জনকে অতিরিক্ত ১ নম্বর করে দেওয়া হয়েছে? এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদকে সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন তিনি। একইসঙ্গে তিনি প্রাথমিক দুর্নীতির তদন্ত ভার নতুন গঠিত CBI-এর ৬ সদস্যের বিশেষ তদন্তকারী সিটের হাতে তুলে দেন। আর যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে ততদিন ওই শিক্ষকদের বদলির উপরেও নিষেধাজ্ঞা দেন তিনি।

যদিও প্রাথমিক শিক্ষা সংসদের দাবি, ২০১৪ সালের টেটে একটি প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্নে ১ নম্বর দেওয়ার জন্য ২৭৮৭ জন আবেদন করেন। তাদের মধ্যে যাদের প্রশিক্ষণ ছিল শুধুমাত্র তাদেরই ১ নম্বর করে অতিরিক্ত দেওয়া হয়েছে। সেই ১ নম্বর বাড়িয়ে দেওয়া ২৭৩ জনের মধ্যে ২৬৯ জনকে ইতিমধ্যে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত।