টিডিএন বাংলা ডেস্ক : দেশে লাগাতারভাবে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। একদিকে করোনা। অন্যদিকে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি। এই কারণে রাস্তায় বাস নামতে রীতিমতো হিমশিম খাচ্ছে মালিকরা। অনেকে আবার বাস তুলে নিয়েছেন। সমস্যার সমাধান খুঁজতে ভাইফোঁটার পর বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তাহলে কি এবার বাসভাড়া সরকারিভাবে বাড়তে চলেছে?
ফিরহাদ হাকিম বলেন, “ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে বাস মালিকদের সমস্যা হচ্ছে। ঠিক কী কী সমস্যা হচ্ছে তা জানতে ভাইফোঁটার পর বাস মালিকদের নিয়ে বৈঠকে বসব।” তাহলে কি বাস ভাড়া বাড়তে চলেছে সরকারিভাবে? মন্ত্রী বলেছেন, মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করব। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।” মন্ত্রীর এই মন্তব্যে বাস ভাড়া বাড়ানো জল্পনা তুঙ্গে।
সরকারের কাছে বাস মালিক সংগঠন কী কী দাবি জানাতে পারেন? জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ডিজেল-পেট্রোলের মূল্যবৃদ্ধির জন্য গাড়ি পথে নামানো মুস্কিল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভাড়া নিয়ে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে বাস চালানো সম্ভব নয়।” পাশাপাশি মোটর ভেহিকেল আইন পরিবর্তন করা হোক। এমন দাবি জানিয়েছেন বাস মালিক সমীর মুখোপাধ্যায়। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বাস ভাড়া না বাড়িয়ে কোনও উপায় নেই বলে মনে করছেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় কমিটির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়।